Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জন সমূহ

 

*          সাম্প্রতিক অর্থবছর সমূহে গবাদি পশুর জাত উন্নয়নে যথাক্রমে ৫.৮৬, ৫.৯৪ ও ৬.৭৯ লক্ষ প্রজননক্ষম গাভী/বকনাকে কৃত্রিম প্রজননের আওতায় আনা হয়েছে। উৎপাদিত সংকর জাতের বাছুরের সংখ্যা যথাক্রমে ২.৩৬, ২.৩৮ ও ২.৬৫ লক্ষ।

*          বিদ্যমান প্রাণিসম্পদের সংরক্ষণ ও সম্প্রসারণে যথাক্রমে ৩.৩৫, ৩.৭২ ও ৪.৩১ কোটি গবাদিপশু-পাখিকে টিকা প্রদান করা হয়েছে এবং যথাক্রমে ০.৭৮, ০.৭৬ ও ০.৮৯ কোটি গবাদিপশু-পাখিকে চিকিৎসা প্রদান করা হয়েছে।

*          খামারির সক্ষমতা বৃদ্ধি, খামার ব্যবস্থাপনার উন্নয়ন ও খামার সম্প্রসারণে যথাক্রমে ০.৩০, ০.৩০ ও ০.২৮ লক্ষ খামারিকে প্রশিক্ষণ প্রদানসহ যথাক্রমে ২৬৮০, ৩১০৯ ও ৩২৪৩ টি উঠান বৈঠক পরিচালনা করা হয়েছে।

*         নিরাপদ ও মানসম্মত প্রাণীজ আমিষ উৎপাদনে যথাক্রমে ৭১৮৪, ৭৫১৭ ও ৮২৪৬ টি খামার/ ফিডমিল/ হ্যাচারি পরিদর্শন,  ১৫৯, ১৫৪৬ ও ৩১৭২ জন মাংস প্রক্রিয়াজাতকারী (কসাই) প্রশিক্ষণ এবং ৫৬, ৭১ ও ৯০ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।